তুমি শুধু আমার - মনির হোসেন শাহিন Tumi Sudu Amar pdf by Monir Hossain Shahin

 তুমি শুধু আমার - মনির হোসেন শাহিন Tumi Sudu Amar pdf by Monir Hossain Shahin

তুমি শুধু আমার - মনির হোসেন শাহিন Tumi Sudu Amar pdf by Monir Hossain Shahin

ইচ্ছে করলে ভুলুদের গ্রুপের সদস্যরা পারত সাগরদের গ্রুপের দু'একটাকে জীবনের মত শেষ করে দিতে। কিন্তু সে ঝুঁকি ওরা নেয়নি কেউ। যে মার ওদেরকে মেরেছে এতেই যথেষ্ট। বিজয়ের আনন্দে ভুলুদের গ্রুপের সদস্যরা চিৎকার করে বলছে— আর কোন শালা লড়তে আসবি, আয় কেউ আর এগিয়ে এল না ভুলুদের গ্রুপের সঙ্গে লড়তে হঠাৎ দূর থেকে সোহাগ চিৎকার করে বলল, 'সবাই পালা, পুলিশ আসছে।' মুহূর্ত সময় আর নষ্ট করল না ভুলুদের গ্রুপের সদস্যরা। সামনের দিকে ছুটে পালাল নিজেদের মহল্লার কাছাকাছি আসতেই দূর থেকে দেখতে পেল একটা পুলিশের গাড়ি থেমে আছে। থমকে দাঁড়াল ওরা তারপর যে যেদিকে পারল ছুটে পালাল ইন্সপেক্টরের নির্দেশ পেয়ে গাড়ির ভেতর থেকে পুলিশেরা সব বেরিয়ে এল। ধাওয়া করল ভুলুদের গ্রুপটাকে হুইসেল বাজাতে বাজাতে পেছনে পেছনে আসছে পুলিশ। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠল ভুলু। পেছন ফিরে একবার দেখল। কেঁপে উঠল ওর বুকের আত্মা। ওর গ্রুপের কেউ নেই। শুধুমাত্র ওকে ধরার জন্য পেছনে ছুটে আসছে তিনজন পুলিশ। এভাবে দৌড়ালে ধরা পড়ে যাবার সম্ভাবনা শতকরা একশ ভাগ। ভুলু যেভাবে দৌড়াচ্ছে পুলিশ যদি চিৎকার করে বলে যে ছিনতাইকারীকে ধর। তাহলেই ওকে ধরার জন্য যথেষ্ট। নিজের এলাকায় হলে না হয় বাঁচা যেত। দৌড়াতে দৌড়াতে ও অন্য মহল্লায় চলে এসেছে সামনে একটা বাড়ির খোলা সদর দরজা দেখে ভুলুর মাথায় হঠাৎ একটা বদ্ধি খেলে গেল ।

উপরে দেখলেন তুমি শুধু আমার - মনির হোসেন শাহিন বইটির কিছু অংশ।তুমি শুধু আমার - মনির হোসেন শাহিন  pdf টি সম্পূর্ণ download করুন নিচে থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boibanglo.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads