দস্যু বনহুর ৯, ১০ সর্বহারা মনিরা ও ঝিন্দ শহরে দস্যু বনহুর - রোমেনা আফাজ Dosshu Bonhur 9, 10 pdf By Romena Afaz

দস্যু বনহুর ৯, ১০ সর্বহারা মনিরা ও ঝিন্দ শহরে দস্যু বনহুর - রোমেনা আফাজ Dosshu Bonhur 9, 10 pdf By Romena Afaz

দস্যু বনহুর ৯, ১০ সর্বহারা মনিরা ও ঝিন্দ শহরে দস্যু বনহুর - রোমেনা আফাজ Dosshu Bonhur 9, 10 pdf By Romena Afaz

সর্দার, একি হল আপনার? সারা দিনরাত ধ্যানগ্রস্তের মত এমনি করে বসে বসেই কাটাবেন? এখন রাত দ্বিপ্রহর। চলুন, শোবেন চলুন। রহমান বিনীত কণ্ঠে দস্যু বনহুরকে লক্ষ্য করে কথাগুলো বলল । বনহুর একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল— রহমান, এই গভীর রাতে গহন বনে করুণ সুরে কে কাঁদে? সর্দার, আপনি ফিরে আসার পর কারও সঙ্গে কোন কথা বলেননি, কারও কথা জিজ্ঞাসাও করেননি। আপনার মৃত্যু সংবাদ শোনার পর নূরী পাগল হয়ে গেছে । বনহুর বিস্ময়ভরা কণ্ঠে অস্ফুট শব্দ করে উঠল— নূরী পাগল হয়ে গেছে! কই, একথা তো তুমি আমাকে বলনি! আপনি তো কিছুই জানতে চাননি? নূরী আমার মৃত্যু সংবাদে পাগল হয়ে গেছে! আর তাকে তোমরা এভাবে ছেড়ে দিয়ে রেখেছ। সর্দার, তাকে আমরা অনেক চেষ্টা করেও কিছুতেই ফিরিয়ে আনতে পারিনি। রাতের পর রাত, দিনের পর দিন সে এমনি করে বনে বনে কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। সর্দার আশ্চর্য কোন হিংস্র জন্তু তাকে আজও খায়নি কত বর্ষার পানি, কত রৌদ্রদগ্ধ দ্বিপ্রহর কেটে গেছে তার মাথার ওপর দিয়ে, তবু সে ফিরে আসেনি! বলো কি রহমান ! হ্যাঁ সর্দার। উঠে দাঁড়াল বনহুর — চলো, ওকে ফিরিয়ে আনি রহমান। চলুন সর্দার। বনহুর আর রহমান আস্তানা ছেড়ে বনে প্রবেশ করল রহমানের হাতে জ্বলন্ত মশালের উজ্জ্বল আলোতে চারদিকে লক্ষ্য রেখে এগুতে লাগল ওরা দু'জন ।

উপরে দেখলেন দস্যু বনহুর ৯, ১০ বইটির কিছু অংশ।দস্যু বনহুর ৯, ১০  pdf টি সম্পূর্ণ download করুন নিচে থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boibanglo.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads