অমৃত গল্প সম্ভার - কমল চৌধুরি Amrita Golpa Sambhar pdf by Kamal Choudhury

 অমৃত গল্প সম্ভার - কমল চৌধুরি Amrita Golpa Sambhar pdf by Kamal Choudhury

অমৃত গল্প সম্ভার - কমল চৌধুরি Amrita Golpa Sambhar pdf by Kamal Choudhury

প্রথম থেকে 'অমৃত'-র সম্পাদকীয় লিখতেন অমিতাভ চৌধুরী (শ্রী নিরপেক্ষ)। তিনি বিদেশে যাওয়ার পর লিখতেন কেদারনাথ চট্টোপাধ্যায়। কেদারনাথ ছিলেন 'প্রবাসী' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের বড় ছেলে। কেদারনাথ মারা যাওয়ার পর মণীন্দ্র রায় সম্পাদকীয় লেখার দায়িত্ব পান। সম্পাদকীয় প্রসঙ্গে একটি মজাদার ঘটনার কথা বলি। দেশে তখন জরুরি অবস্থা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অধিকর্তার কাছে রাজনীতির গন্ধযুক্ত লেখাগুলি পাঠিয়ে ছাপার অনুমতি নিতে হত। বিশেষ করে সম্পাদকীয়। ওদের দপ্তর থেকে বিচিত্র সব সংশোধন পাঠাত। যা ছিল একেবারে অযৌক্তিক। তবুও আমাদের মেনে নিতে হতো। একবার আমি কেবলমাত্র সম্পাদকীয় পাঠাই। ছাপার সময় পেরিয়ে যাচ্ছে। আমি অপেক্ষা না করে ছাপার অনুমতি দিয়েছিলাম। পরে সম্পাদকীয় এল একটি শব্দের পরিবর্তন সহ। যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। এ নিয়ে পরে আর কিছু হয়নি। সে সময়ে তথ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন একজন কবি, সম্ভবত গোপাল ভৌমিক। ঠিক মনে নেই। 'অমৃত' প্রসঙ্গে আমার ব্যক্তিজীবনের নানাকথা এসে পড়ে। আমার সাংবাদিক জীবনের সূচনা এই পত্রিকায় – ১৯৬১ সালে। রবীন্দ্র জন্মশতবর্ষে আত্মপ্রকাশ ঘটে সাপ্তাহিক 'অমৃতের”। আমারও কর্মজীবনের শুরু। একটানা ১১ বছর প্রকাশিত হয় শারদীয়া সংখ্যাসহ। শেষ দেড়- দু'বছর অনিয়মিত হতে হতে বন্ধ হয়ে যায়। অবশ্য শেষদিকে অবসর নিয়েছিলেন কবি মণীন্দ্র রায়। যিনি সম্পাদক তুষারকান্তি ঘোষের বকলমে সব কাজ করতেন। শেষ দিকে সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়। তখন 'অমৃত'-র পড়তি অবস্থা। অবশ্য এই পতনের মূল কারণ ছিল, কর্তৃপক্ষের পত্রিকা পরিচালনায় অনীহা। অনিয়মিত হয়ে পড়ায় পাঠকসংখ্যাও কমতে থাকে। শেষ দিকে সাত-আটহাজার পত্রিকাও বিক্রি হতো না। প্রথম থেকে একটানা সতেরো বছর 'অমৃত' পত্রিকায় সম্পাদকীয় দায়িত্বে ছিলেন কবি মণীন্দ্র রায়। তাঁর সময়কালই ছিল পত্রিকাটির উন্নতির পর্ব। অসাধারণ এই মানুষটির আকর্ষণও কম ছিল না। যে কারণে, তাঁকে ঘিরে একটা আড্ডার পরিমণ্ডল গড়ে ওঠে। সম্পাদক তুষারকান্তি ঘোষ মাঝে মাঝে এসে নির্দেশ দিয়ে যেতেন। আসতেন 'মৌচাক' সম্পাদক সুধীরচন্দ্র সরকার এবং তাঁর ছোট ছেলে সুপ্রিয় সরকার। এরাও ছিলেন অমৃতের অংশীদার। অন্যান্য অংশীদারদের মধ্যে ছিলেন বিশু মুখোপাধ্যায়, ভবানী মুখোপাধ্যায়, গজেন্দ্রকুমার মিত্র, সুমথনাথ ঘোষ, প্রাণতোষ ঘটক এবং মনোজ বসু।

উপরে দেখলেন অমৃত গল্প সম্ভার - কমল চৌধুরি বইটির কিছু অংশ।অমৃত গল্প সম্ভার - কমল চৌধুরি  pdf টি সম্পূর্ণ download করুন নিচে থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boibanglo.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।


Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads