পিপাসা যখন - বনানী শিকদার Pipasa Jakhon pdf by Banani Shikdar
“সবকিছুকে কত সহজভাবে নিতে পারো তুমি অভিজ্ঞতা,” বলেই লেখক তাঁর হতে ধরা একটা গল্পের কয়েকটা পাতা মহিলার দিকে এগিয়ে দিলেন। মহিলা পাতার গুচ্ছটা আলতো করে বুড়ো আঙ্গুল আর তর্জনীর মাঝখানে ধরে ছোট্ট তক্তাপোযের উপরে বসলেন পা দুটোকে নিচে ঝুলিয়ে। পরিধানে তার কালো রঙের জিন্স আর কালো রঙের ট্যাঙ্ক টপ যার উপরে রয়েছে ছাই রঙের মিথ্যে খবর ছাপানো এক ছোটখাট আলখাল্লা। চেহারায় ও চলাফেরায় রীতিমতো আভিজাত্যের ছাপ। আঠারো বছরের ব্যবধান শুধুমাত্র নামটা ছাড়া তার বাকি সবকিছুকেই অপরিচিত করে দিয়েছে লেখকের কাছে। “তবু সে কাছের,” লেখক ভাবেন, কারণ নামটা কাছের। অনেক কাছের। এই নামকে উপলক্ষ্য করে উনি অনেক কবিতা লিখেছেন— অনেক কবিতা যা দিয়ে একটি কবিতা সংকলন তৈরি হয়ে যায়, পাঠিয়েছেন সব এই নামেরই ঠিকানাতে। তাই উনি এই নামটাকে আর এক মুহূর্তের জন্যও ভুলতে চান না। এক মুহূর্তের জন্যও নয়। হয়ত এই নামকেই আরও বেশি আঁকড়ে ধরে হারিয়ে যাওয়া সবকিছুকে আবার ফিরে পাওয়া যাবে। লেখক আবার বলেন, “সবকিছুকে কত সহজভাবে নিতে পারো তুমি!” উত্তর পাওয়ার অদমনীয় ইচ্ছে তাঁর মনে। “কিছু বলো অভিজ্ঞতা...অনেক কিছু শুনতে চাই আমি তোমার কাছে।” অভিজ্ঞতা ঠোটের কোণে ভালো করে না দেখলে বোঝা মুশকিল এমন এক হাসি টেনে বলে, “বসুন।”
উপরে দেখলেন পিপাসা যখন - বনানী শিকদার বইটির কিছু অংশ।পিপাসা যখন - বনানী শিকদার pdf টি সম্পূর্ণ download করুন নিচে থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boibanglo.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।