ট্রেজার আইল্যান্ড - রবার্ট লুই স্টিভেনসন, রকিব হাসান Treasure Island Bangla pdf by Robert Louis Stevenson, Rakib Hasan

ট্রেজার আইল্যান্ড - রবার্ট লুই স্টিভেনসন, রকিব হাসান Treasure Island Bangla pdf by Robert Louis Stevenson, Rakib Hasan

ট্রেজার আইল্যান্ড - রবার্ট লুই স্টিভেনসন, রকিব হাসান Treasure Island Bangla pdf by Robert Louis Stevenson, Rakib Hasan

ঘটনা যা ঘটে গেলো মা-কে এবার সব খুলে বললাম। মনে হলো, আরো আগেই তাঁকে সব বলা দরকার ছিলো। কারণ আমরা বেশ বড় ধরনের বিপদে পড়ে গেছি। ক্যাপ্টেন বলেছিলো তার কিছু হলে ডাক্তার লিজিকে সঙ্গে সঙ্গে খবর দিতে। আমি যেতে পারি, কিন্তু তা হলে মা'কে একলা থাকতে হবে। তারপর দু'জনে পরামর্শ করে গেলাম পাড়াপড়শিদের কাছে সাহায্য চাইতে । বাইরে তখন সন্ধ্যা হয়ে এসেছে। কিন্তু ক্যাপ্টেন ফ্লিন্টের নাম তাদের অনেকেরই খুব ভালো ভাবে জানা ছিলো। সেই ক্যাপ্টেনের ভয়ে পুরুষ মহিলা কেউ আমাদের সাথে আসতে রাজি হলো না। গ্রামের কোনো কোনো লোক যারা অন্য কাজে এডমিরাল বেনবো পার হয়ে আরো দূরে গিয়েছে তাদের তখন মনে পড়লো, সেখানে নাকি ভিন দেশি অপরিচিত মানুষের আনাগোনা তারা লক্ষ্য করেছে। তাদের ধারণা, লোকগুলি চোরাবাজারি, পালিয়ে সেখানে এসেছে। একজন বললো, কিজ হোল-এর বাড়িতে ওরা পালতোলা ছোটো একটা জাহাজও দেখেছো। কে জানে, ওরা হয়তো ক্যাপ্টেন ফ্লিন্টের দোসর। এই সন্দেহে ওরা ভয়ে আধমরা হয়ে গেলো। এডমিরাল বেনবোতে ভয়ে যেতে রাজি না হলেও ওরা আমাদের সঙ্গে ডাঃ লিজির বাড়ি পর্যন্ত যেতে রাজি হলো। তাদের এ ভয় দেখে মা বললেন ঃ তোমরা কেউ যদি না যাও আমি আর জিম যাবো। গিয়ে দেখবো সিন্দুকের ভেতরে কি আছে। তাতে যদি মরতে হয় তো মরবো। কাজ নেই তোমাদের মতো ভীতু কাপুরুষদের গিয়ে। অমনিতেই তোমাদের ধন্যবাদ। আর মিসেস ক্রসলি তোমার থলেটার জন্যে ধন্যবাদ। ওটাতে আমাদের পাওনা নিয়ে আসবো।

ট্রেজার আইল্যান্ড - রবার্ট লুই স্টিভেনসন, রকিব হাসান Treasure  pdf টি সম্পূর্ণ download করুন নিচে থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boibanglo.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।


Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads