ক্রীসমাস ও শীতের সনেটগুচ্ছ - জয় গোস্বামী Crishmass O Shiter Sonet Guccha pdf by Joy Goswami
byDramaDude•
0
ক্রীসমাস ও শীতের সনেটগুচ্ছ - জয় গোস্বামী Crishmass O Shiter Sonet Guccha pdf by Joy Goswami
সম্পূর্ণ ক্ষুধার নীচে বালি আর সোরা আর গন্ধকের গৃহ ...... অক্ষরে করুণ ঘণ্টা আরো ক্ষিপ্র করে তুলে কিরণক্ষমতা ভরে নিতে প্রক্ষেপণে, তুমি কি সমস্ত শেষে আমাকে সমীহ করাই মনস্থ করলে শ্যামল ধনুক-তীর ? এমন কি শমীও ভেবে দ্যাখো, এ-পর্যন্ত এ-কথা জানে না ! রাত্রে বালুতীর ধরে হেঁটে গেছে আর তাঁবু নেমে এল চারিদিকে অবনত, মোটা ... বালির উপরে উঠে অজ্ঞান ঘুমের শ্বাস থেমে থেমে দোরে ধাক্কা দিল, তারপর স্বপ্নে এসে দেখা দিতে তুমি চমকে ওঠা হা-খোলা সংক্ষুব্ধ দেহ ঢেকে নিয়ে মুঠোভর্তি শাড়ির প্রান্তকে আবিষ্কার করে ফের আমাকেও ডেকে দিলে ... ‘অন্ধকারে তোকে সৈকতের পাশে ফেলে এসেছি, এখন বালি সরিয়ে বসুধা অর্ধখান করতেই জলরাশি, ঝকঝকে চোয়াল, ব্যারাকুডা...’ তীরভূমি জ্বলে ওঠে ; প্রৌঢ়তা, ধাতুর টুকরো সম্পূর্ণ চুম্বকে তুলে দেখি শমী আর শ্যামল ধনুক ভস্ম, অবশেষে ক্ষুধা !
উপরে দেখলেন ক্রীসমাস ও শীতের সনেটগুচ্ছ - জয় গোস্বামী বইটির কিছু অংশ।ক্রীসমাস ও শীতের সনেটগুচ্ছ - জয় গোস্বামী pdf টি সম্পূর্ণ download করুন নিচে থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boibanglo.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।