গোয়েন্দা গন্ডালু সমগ্র (অখন্ড) - নলিনী দাশ Goenda Gandalu Samagra pdf by Nalini Das
ঘুমন্তই এখন যেন স্বপ্নের মতন মনে হয়। কিন্তু তখন? তখন কয়েকটা দিন যে কি রাতের পর রাত ঘুম ছিল না চোখে। আর কারো ঘুম না ভাঙিয়ে, পা টিপেটিপে দরজা খুলে বেরিয়ে গিয়ে আমাদের সেই গোপন জায়গায় বুক ধড়াস করা অন্ধকারে জড় হতে হত। ছিটকিনি খুলতে যদি একটুখানি হুট করে শব্দ হত কিংবা আমবাগানের একটা কাঠকুটো মাড়িয়ে ফেলতাম অমনি কালুর চাপা ধমক কি নিঃশব্দ চিমটি পথে খেতে হত। তারপর হঠাৎ সেই রহস্যময় খসখস শব্দ— গুৰুলি পরস্পরের গা ঘেঁষে স্থির হয়ে দাঁড়িয়ে পড়তাম। চারিদিক এত নিস্তব্ধ যে মনে হত যেন পরস্পরের নিঃশ্বাসের শব্দ শুনতে পেতাম। আমার তো এত জোরে বুক ধড়াস করত যে মনে হত সকলেই যেন তা শুনতে পাচ্ছে। বুলু আমার হাত চেপে ধরত, ওর হাত বরফের মতন ঠাণ্ডা। অবশ্য কালুর কথা আলাদা। তার মতন ডানপিটে, সাহসী মেয়ে বাঙালীর ঘরে আজ পর্যন্ত আর জন্মেছে কিনা সন্দেহ। আর মালু? মালু বাস করত কল্পনার রাজ্যে। নিস্তব্ধতার বুক চিরে হয়তো একটা গ্রামের কুকুর চেঁচিয়ে উঠত। দূরে একখানা ট্রেন সিটি বাজিয়ে চলে যেত। তারপরে নিঝুম রাতের নিস্তব্ধতা যখন শতগুণ মনে হত, ঠিক তখনই সেই খসখস খসখস শব্দ শোনা যেত। এত মৃদু, এত চাপা সে শব্দ যে আমরা ভাল করে বুঝতেই পারতাম না সত্যি শব্দ হচ্ছে কিনা। কালু প্রথমে তো মালুর কথা বিশ্বাসই করেনি। বলেছিল, 'ভাগ—ওসব তোর কল্পনা। অত বেশি রহস্য উপন্যাস পড়িস না তো।' আমরাও প্রথমটা ঠিক বুঝতে পারিনি। কোথা থেকে আসত শব্দটা? একবার মনে হত আমাদেরই আমবাগানে আর একবার মনে হত পাশের বাড়ির পাঁচিলে সেই রহস্যময় পাশের বাড়ির কালু কিন্তু কিছুই বিশ্বাস করতে চাইত না। সেদিন বেগম রেগে মালুর মাথাটা ধরে বার দু-তিন সেজোরে ঝাঁকি দিয়ে সে বলেছিল—'শব্দটা হয় তোর এই উদ্ভট মস্তিষ্কের মধ্যে। বুঝলি? মাথায় তেল জল দিয়ে ভাল করে চান করবি আর গাঁজাখুরি গল্প পড়া ছেড়ে ভাল করে ঘুমোবি দেখবি ওসব শব্দটব্দ পালাবার আর পথ পারে পরি।
উপরে দেখলেন গোয়েন্দা গন্ডালু সমগ্র বইটির কিছু অংশ।গোয়েন্দা গন্ডালু সমগ্র pdf টি সম্পূর্ণ download করুন নিচে থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boibanglo.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।