আপোস করিনি - অগ্নিমিত্র Apos Korini pdf by Agni Mitra

 আপোস করিনি - অগ্নিমিত্র Apos Korini pdf by Agni Mitra

আপোস করিনি - অগ্নিমিত্র Apos Korini pdf by Agni Mitra

ইংলণ্ডেশ্বরীর সদয় আশ্বাসে তাঁর ভারতীয় প্রজাবন্দ আঙ্কত হোক। পর থেকে ন্যায়-নীতি আর বিচারের জন্যে তাদের দুশ্চিন্তা করতে হবে না। হঠাৎ যেন চোখ দুটো ঝলসে গেল বেকের। তারা জানকে, এর কাছাকাছি কোনো জায়গা থেকে একটা জোরালো হাউই শোঁ শোঁ ক'রে অনেক উঁচু আকাশে উঠে সমশে ফেটেছে। সঙ্গে সঙ্গে ঝলমলে নানারঙের আলোর রোশনাইয়ে ভরে উঠেছে আকাশ। তার ভেতর থেকে দাপাশে ফুটে উঠলো নীলরঙের দুটি পরী-হাতে তাদের নানারঙের আলোর ফলে গাঁথা মালা। দুই পরীর মাঝখানে আকাশের বুকে অনেকখানি জায়গা জুড়ে লাল আলোয় ইংরিজি হরফে লেখা ফুটে উঠলো সেভ দ্য কুইন। ঈশ্বর মহারাণীকে রক্ষা করুন। যুবকের মুখে আবার ফটে উঠলো সেই মদ, নিঃশব্দ হাসি। গত দেড়বছর ধরে সারা উত্তরভারত জুড়ে জ্বলেছে বিদ্রোহের লাল আগুন। হাজার হাজার মানুষের লাল রক্তে ভিজেছে উত্তরভারতের মাটি। আজ হাউই বাজির রোশনাইয়ে রাণী ভিক্টোরিয়ার উদ্দেশে মঙ্গল-কামনাও লালে লাল হ'য়ে এ-দেশেরই আকাশে জলজল করছে! পাঞ্জাবের রঞ্জিৎ সিং ব'লে গেছেন, সব লাল হো যায়েগা! তিনি ঠিকই অনুমান করেছিলেন। ভবিষ্যতের ছবি হয়তো তাঁর চোখের সামনে স্পষ্ট হয়েই ভেসে উঠেছিল। ভারতবর্ষের মানচিত্রে ইংরেজ-অধিকৃত অঞ্চলগুলি আজ লাল রঙে রঞ্জিত। সবে বাঙলার মানচিত্রে একশো বছর আগে তেইশে জুন তারিখে রবার্ট ক্লাইভের তরোয়ালের খোঁচায় প্রথমে পড়েছিল লাল রঙের ছোপ। একশো বছর পরে প্রায় সারা ভারতবর্ষের মान আজ লালে ान। আকাশের বুকে নীলপরী আর লাল আলোর লেখাগুলো অন্ধকার আকাশের বুকে ভাসতে ভাসতে রুমেই উত্তরদিকে মিলিয়ে যেতে লাগলো। উত্তরদিকেই তো আসল জমজমাট টাউন কলকাতা ! নগর-উপান্তে গণ্ডগ্রাম ভবানীপুরের একটা একতলা বাড়ির জানালায় দাঁড়িয়ে তোন টি কিবা ডিহি-কলকাতার আকাশ দেখা যায় না। সেখানে হয়তো বাজির আলোয় রাতের আকাশ হ'য়ে গেছে প্রায় দিনের মতো। সিংঘি, সরকার, ঠাকুর, শেঠ, মল্লিক আর বসাকদের বনেদি বাড়িগুলোয় আজ নাকি লাখ লাখ টাকার বাজি পড়বে। উৎসবের জোয়ারে টাউন কলকাতার জীবন-প্রোত আজ কানায় কানায় টইটম্বুর। কেল্লায় একুশবার তোপ দাগা শেষ হল। সব শেষের শব্দটা বাতাসে প্রতিদনিত হয়ে আস্তে আস্তে মিলিয়ে গেল। - গোবিন্দের ডাকে চমক ভাঙলো যুবকের। তার দিকে চোখ ফেরাতেই উদ্দীপ্তত্বরে গোবিন্দ বললে, স্যার, কলকাতায় আজ এই যে আনন্দ—এই যে কোম্পানির দানো আমাদের ঘাড় থেকে নেমে গেল, এ তো স্যার, বলতে গেলে আপনার জনোই সম্ভব হ'ল! গোবিন্দের কথা শেষ হতে না হতেই হরিগোপাল বললে, শব্দে, আমরা নই স্যার, তাবৎ কলকেতার মানুষ আজ এ-কথা বলতে বাধ্য। সেই মিউটিনির শব্দে, হওয়া এত্তক আজ পক্ষন্ত আপনি যে কিভাবে খেটেচেন, তা বাইরের নোকে না জানকে, আমরা এই তিনজনা তো।

উপরে দেখলেন আপোস করিনি বইটির কিছু অংশ।আপোস করিনি  pdf টি সম্পূর্ণ download করুন নিচে থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boibanglo.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads