ফোর সুপার সাসপেন্স - আর্ল ষ্ট্যানলী গার্ডনার, সন্তোষ চট্রোপাধ্যায় Four Supper Suspense pdf by Erle Stanley Gardner
লাখের কমার শেষ করে অফ ফিরতেই পৌর ম্যাসন ডেলা টিকে বেশ বিল দেখলেন 'আপনি রেস্তোঁরা ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে আপনাকে ফোনে ধরার অনেক চেষ্টা করেছি', ডেলা বলল। 'আড়াইটের সময় যার সঙ্গে দেখা করার কথা ছিল আপনার সে ফোন করে ব্যাপারটা বাতিল করে জানিয়েছে পোঁর ম্যাসন মামলার রয়েছেন জেনে ওরা ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছে। ওরা বিলও পাঠাতে 'কত টাকার ব্যাপার?' ম্যাসন জানতে চাইলেন। 'পাঁচ হাজার ডলার হবে ?" 'ছ'হাজার সাড়ে সাতশ ডলারে রফা হয়েছিল।' 'তাহলে পাঁচশ ডলারের একটা বিমা পাঠিয়ে দিও', ম্যাসন বললেন। 'আর নতুন কিছু আছে নাকি ?' 'অফিসে একটা রহস্য দেখা দিয়েছে।' 'ব্যাপারটা কি?'