বিবাহ ডট কম (১৮+ পিডিএফ) - বনানী শিকদার Bibaha Dot Com 18+ pdf by Banani Shikdar
byDramaDude•
0
বিবাহ ডট কম (১৮+ পিডিএফ) - বনানী শিকদার Bibaha Dot Com 18+ pdf by Banani Shikdar
বনানী শিকদারের উপন্যাস আমি আগেও পড়েছি। সবকটিই প্রশংসনীয়। তাঁর বিবাহ ডট কম' উপন্যাসটি নামের দিক থেকে যেমন অভিনব চরিত্র বর্ণনাতেও তেমনই অভিনব। উপন্যাসের প্রধান চরিত্র রূপা এবং সন্দীপ। বেঙ্গলি ম্যাট্রিমোনিতে তাদের পরিচয়। রূপা একটি চল্লিশ বছরের মেয়ের মা। ডিভোর্সি। সন্দীপ তেইশ বছরের মেয়ের বাবা। সে ডিভোর্সের জন্য অপেক্ষা করছে। সন্দ্বীপ সাউথ ইস্টার্ন রেলওয়েতে ই ডি পি ম্যানেজার। বছরখানেক মুছরি, ভুবনেশ্বর দূরে সে এখন কলকাতার নতুন পোস্টে জয়েন করবে বলে ফিরে এসেছে। সন্দীপ রূপাকে বলে সে দিল্লি 'আই আই টির স্টুডেন্ট ছিল। রূপা সন্দ্বীপের কাছে তার বিন্যতা দেখায় সে সন্দ্বীপের মতো মেধাবী নয় বলে। সন্দ্বীপ রূপাকে খুব স্মার্ট এবং একজন সুন্দরী মহিলা বলে এবং রূপার জ্ঞান ও বুদ্ধিমত্তার প্রশংসা করে। সে জানতে পারে যে রূপা একজন লেখিকা। লেখার সূত্রে আজকাল কলকাতায় বেশি সময় সে কাটায় কিন্তু তার স্থায়ী বাসস্থান অন্য শহরে। একটা সার্জারি হওয়ায় রূপা এখন সেখানে মেয়ে রিলির কাছেই আছে। সন্দ্বীপের সঙ্গে দেখা করার জন্য দুমাস সময় চায় সে। ম্যাট্রিমোনি থেকে আসা অনেকের মধ্যে উল্লেখযোগ্য আরেকজন হল স্কুল ইনস্পেক্টর শৈবাল ঘোড়াই। লোকচোখে সম্মানীয় শৈবার ঘোড়াই রূপাকে বিয়ে করতে চান এবং তাতে রূপার অনাগ্রহ দেখে রূপার সঙ্গে অবিলম্বে দৈহিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। সন্দ্বীপও তার কাছে রূপাকে সহজ করার নানা চেষ্টা করে। ভি ডি ও কল করে তাকে বিভিন্ন খোলামেলা পোশাকে দেখতে চায়, ফ্রক পরে দেখতে চায়। রূপা আপত্তি করলে জোর করে, বোঝায় শরীরের ঊর্ধ্বাংশ দেখা গেলে কি ক্ষতি আছে! সেক্স এবং বিবাহ প্রায় সমার্থক। ভালবাসার সুর মিশিয়ে এমনভাবে মুক্তি পেশ করে সন্দীপ যে রূপা সম্মোহিত হয়ে যায়, কিছুক্ষণের জন্য হলেও ভাবে সন্দ্বীপ যা বলছে তাই-ই ঠিক। বনানী শিকদার এই উপন্যাসে জীবনের বিস্তর ঘাত-প্রতিঘাতের, উত্থান-পতনের মধ্যে যেমন চরিত্রের সৃষ্টি করেছেন তা আমাদের প্রাত্যহিক জীবন থেকে উঠে আসা। প্রত্যেক পাঠকের ভালো লাগবে। কাহিনী নিখুঁতভাবে এগিয়ে চলেছে। এ যেন আপনার নিজের কথা।
উপরে দেখলেন বিবাহ ডট কম বইটির কিছু অংশ।বিবাহ ডট কম pdf টি সম্পূর্ণ download করুন নিচে থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boibanglo.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।