মিরাজ ভাবেনি তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে : হাফিজ

 

বাংলাদেশ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ যেন সর্বরোগের ওষুধ! বল হোক বা ব্যাট, সমস্যা নিরাময়ে অধিনায়কের আস্থার জায়গা মিরাজ। ব্রেক থ্রুর প্রয়োজন? মিরাজ আছেন, সে ইনিংসের শুরুতে নতুন বলে হোক, মাঝে হোক বা ডেথ ওভারে। ইদানীং ব্যাটিংয়েও মিরাজেই মিলছে সমাধান। কখনো ‘মেইক শিফট’ ওপেনার হিসেবে ইনিংস শুরু করছেন, কখনো আটে নেমে ফিনিশিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন।
সম্প্রতি তিন, চারেও নামতে দেখা যাচ্ছে তাকে। কোথাও কোনো অভিযোগ নেই মিরাজের।

মিরাজের এমন গুণ বেশ মনে ধরেছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের। দেশটির এক টেলিভিশন চ্যানেলে আলোচনার ফাঁকে মিরাজকে প্রশংসা করেন হাফিজ।
তিনি মনে করেন, মিরাজ এটা ভাবেনি যে তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে।

হাফিজ বলেন, ‘আমার মনে হয় এটা তার কৃতিত্ব, তার মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে। সে এটা ভাবেনি যে তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। এটাকে সুযোগ হিসেবে নিয়েছে এবং সেটাকে কাজে লাগিয়েছে।

thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory thenewwebdirectory
Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads