সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমেছে লাল-সবুজের দল, যেখানে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। ষষ্ঠ ওভারে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। তার গতিতে দলীয় ৩৪ রানে সাজঘরে ফিরেন ওপেনার দিমুথ করুনারত্নে।
দ্বিতীয় উইকেট জুটিতে পাথুম নিসাংকা ও কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা।
ইনিংসের ২৪তম ওভারে শরীফুল ইসলামের বলে লেগ বি ফোরের ফাঁদে পড়েন নিসাংকা। দলীয় ১০৮ রানে লঙ্কান শিবিরে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ২৫তম ওভারে শরীফুলের বলে ক্যাচ আউট হন ওপেনার কুশল মেন্ডিস।
বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, মেহেদী মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।