শাইখ
সিরাজ আমার খুবই প্রিয় বন্ধু। যখনই তার সঙ্গে দেখা হয় কিংবা তার কথা ভাবি,
তখন পেছনে ফেলে আসা অনেক দিনের অনেক স্মৃতি মনে আসে। আমরা ‘চাঁদের হাট’ নামে একটি সংগঠন করতাম। সেই সংগঠন করতে গিয়ে পরিচয় হয়েছিল ফরিদুর রেজা সাগরের সঙ্গে।
ধীরে ধীরে নিবিড় বন্ধুত্ব হলো। সাগরের কল্যাণেই পরিচয় হলো শাইখ সিরাজের
সঙ্গে। বোধ হয় পঁচাত্তর-ছিয়াত্তর সাল হবে। সাগর আর শাইখ মিলে ‘খাবার দাবার’ রেস্টুরেন্টটি চালাত। তখন বোধ হয় ‘খাবার দাবার’ নামটির সঙ্গে ‘পিঠাঘর’ নামটিও যুক্ত ছিল।
এই ‘খাবার দাবার’ ঘিরে আমাদের একটি আড্ডার চক্র গড়ে উঠল। ‘চাঁদের হাট’ করা
বন্ধুরা আমরা সবাই সেখানে একত্র হই। অভিনেতা আফজাল হোসেন, সাইফুল আলম (এখন
যুগান্তরের সম্পাদক), ছড়াকার আবদুর রহমান, দিদারুল আলম, আলীমুজ্জামান
প্রমুখ।
চাঁদের হাটের বাইরে অভিনেতা হুমায়ুন ফরীদি, ফটো সাংবাদিক পাভেল রহমান,
লেখক সিরাজুল ইসলাম ও মুহম্মদ জুবায়ের এ রকম অনেকেই সেই আড্ডায় এসে যোগ
দিতেন। সাগর আর শাইখ পালা করে ‘খাবার দাবার’ চালাত। দুজনেই বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে জড়িত। সাগর অনেক রকমের অনুষ্ঠান করে টেলিভিশনে। শাইখও কৃষিবিষয়ক অনুষ্ঠানের সঙ্গে জড়িত।