রাজার কুমার পক্ষীরাজ - দেবেশ দাশ Rajar Kumar Pakkhiraj pdf by Debesh Das

 রাজার কুমার পক্ষীরাজ pdf download - দেবেশ দাশ Rajar Kumar Pakkhiraj pdf by Debesh Das pdf

রাজার কুমার পক্ষীরাজ - দেবেশ দাশ Rajar Kumar Pakkhiraj pdf by Debesh Das

দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশের সুগভীর জ্ঞান গরিমার জন্য এবং বুদ্ধের শিক্ষানীতি চর্চার পথ নিঃসংশয়ে অনুসরণ করে চলতে আমাদের দীক্ষিত করার জন্য তিব্বতীয় বৌদ্ধগণ তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করে থাকেন । অতীশ যে সময়ে তিব্বতে আমন্ত্রিত হন তখন যে ধর্মব্যবস্থার রাজা লাং ধর্মের রাজত্বকালে অবনতি ঘটে তা সবেমাত্র আবার প্রতিষ্ঠা লাভ করতে শুরু করেছে। 

তাঁর বিচক্ষণতার ফলে তিনি তিব্বতীয় বৌদ্ধধর্মের শোধনের কাজে বিপুল অবদান রাখতে এবং ঐ ধর্মমতের ব্যাপক প্রসারতায় সহায়তা করতে পেরেছিলেন। অতীশ সম্পর্কে শ্রীদেবেশ দাশের বইটিকে আমি স্বাগত জানাই ৷ সেই মহান্ আচার্য সম্পর্কে লেখা অনেক গ্রন্থাদির মধ্যে এইটিও হবে আর একটি সংযোজন। আমি সুনিশ্চিত যে, ভারত ও তিব্বতের মধ্যে বহুকালের প্রাচীন সুসম্পর্কের সচেতনতা প্রসারের ক্ষেত্রে এই বই সহায়তা করবে।

দেবেশ দাশ এর রাজার কুমার পক্ষীরাজ pdf download করুন এখান থেকে। এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে। boibanglo.blogspot.com বই পড়ার প্রতি আগ্রহ তৈরিই করার লক্ষ্যে নেটে পাওয়া কিছু pdf শেয়ার করে।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads