ব্র্যাডম্যানকে ছাড়িয়ে স্টিভ স্মিথ

 

আলো ঝলমলে ক্যারিয়ারের শেষটা ওভালেই করেছিলেন ডন ব্র্যাডম্যান। আবেগের সেই ম্যাচে ফেরেন শূন্য রানে। তবে ওভালে বিদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫৩ রানের রেকর্ডটা এত দিন ছিল এই কিংবদন্তির। গতকাল জেমস অ্যান্ডারসনকে টানা দুই বাউন্ডারি মেরে রেকর্ডটা পেছনে ফেলেন অস্ট্রেলিয়ারই স্টিভেন স্মিথ।

আলো ঝলমলে ক্যারিয়ারের শেষটা ওভালেই করেছিলেন ডন ব্র্যাডম্যান। আবেগের সেই ম্যাচে ফেরেন শূন্য রানে। তবে ওভালে বিদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫৩ রানের রেকর্ডটা এত দিন ছিল এই কিংবদন্তির। গতকাল জেমস অ্যান্ডারসনকে টানা দুই বাউন্ডারি মেরে রেকর্ডটা পেছনে ফেলেন অস্ট্রেলিয়ারই স্টিভেন স্মিথ।

করেছেন তিনটি সেঞ্চুরি আর দুটি ফিফটি। রান গড় ৮৮.১৪।

প্রথম দিন ওভালে ইংল্যান্ড ব্যাট করেছিল ‘বাজবল’ দর্শনে। তাদের রান রেট ৫.১৭। তুলনায় অস্ট্রেলিয়া খেলছিল ঘুমপাড়ানি ক্রিকেট।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads