বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলার আগে নিজের দেশকে সামলানোর পরামর্শ দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আজ যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলছেন, তারা ২০০১ সাল দেখেননি। ২০০৪ সালের একুশে আগস্ট দেখেননি। আমেরিকাতেও প্রতিদিন গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে।
সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর সারা দেশে অত্যাচার নির্যাতনের চিত্র এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, অগ্নি সন্ত্রাসসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, 'আজকে বাংলাদেশে মানবাধিকারের খোঁজে আসে অনেকে। আমার প্রশ্ন ২০০১ এর নির্বাচনে যখন এইভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, মেয়েদের ধর্ষণ করছে শিশুরা রেহাই পাচ্ছে না তখন সেই মানবাধিকার ফেরিওয়ালারা কোথায় ছিল? সেই ফেরিওয়ালারা কোথায় ছিল, তারা কেন চুপ ছিল? তাদের মুখে কোনো কথা ছিল না কেন? সেটা দেশি-বিদেশি, আমি সকলের বেলাতেই বলব। আর অনেকেই আসে আমাদের ছবক দেয়, মানবাধিকার শেখায়।'
মানবাধিকার বঞ্চিত তো আমরা উল্লেখ করে সরকার প্রধান বলেন, '১৫ আগস্ট আমাদের জাতির পিতাকে হত্যা করা হয়েছে।